ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১২:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Monday, June 6, 2022 - 11:43 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত রোববার রাতে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- ফাহিমা বেগম (৪০) ও তার ছেলে সুমন আলী (২৪)। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিক্রির সময় প্রায় এক লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ ফাহিমা ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।