ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ১০:৩৪ অপরাহ্ন

বিভিন্ন উপজেলা ও ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট: Tuesday, May 31, 2022 - 10:52 pm

সোনালী ডেস্ক: বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

পবার হরিপুর ইউপি
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট„ঘোষণা করা হয়। পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও হরিপুর ইউপি’র সদস্য সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, উপসহকারি কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি’র সদস্য হুমায়ুন কবীর, মুসফিকুর রহমান রাসেল, বাবর আলী, মাহফুজুর রহমান, নওশাদ আলী, রাজু আহমেদ, এসদুল ইসলাম, সুলতানান নাসিরা, নিরা বেগম, মর্জিনা বেগম, ইউপি হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেশন জেসমিন আক্তার বৃষ্টি, উদ্যোক্তা শরিফুল ইসলাম।

বাজেট উপস্থাপনা করেন ইউপি’র সচিব শাহাদৎ হোসেন। এতে সম্ভাব্য আয় ধরা হয় এক কোটি ৯৩ লাখ ১২ হাজার ৬৮১.২৬ টাকা, ব্যয় ধরা হয় এক কোটি ৯২ লাখ ১৭ হাজার ১৬৪ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ৯৩ হাজার ৫১৭ টাকা ২৬ পয়সা।

চারঘাট সরদহ ইউপি
চারঘাট প্রতিনিধি জানান, চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরদহ ইউনিয়ন পরিষদ চত্বরে সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাজেট পেশ করেন ইউপি সচিব মহিউদ্দিন সরকার।
আয় ব্যয় সমান রেখে ২০২২-২০২৩ অর্থবছরের ১ কোটি ৩১ লক্ষ ৬২ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মের হক, ইউপি সদস্য সাইদুর রহমান, রাকিবুল হাসান মুন্না, ইমরান আলী, মনজুর রহমান, ঝর্না বেগম, আনোয়ারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

লালপুরে বিলমাড়িয়া ইউপি
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইসরাফিল শামিম। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হাইদার আলী, প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, ইউপি সদস্য শাহানাজ পারভীন খুরন, ছায়া প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শিমানুর রহমান, রহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাবুদ আলী, সি আই সি (সাবেক) বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক, মসজিদের ইমাম, গনমাধ্যম কর্মী, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেটে মোট আয়- ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৬৮৮, মোট ব্যয়-১ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৪৮৮, উদ্বৃত্ত- ৫ লাখ ৪৫ হাজার ২০০।