দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কোকোডাইল ফরসেপ প্রদান
দুর্গাপুর প্রতিনিধি: নাক ও কানে ফরেন বডি যেমন তুলা, মুড়ি, পুঁথি ঢুকে গেলে অস্বস্তিতে পড়তেন রোগীরা। চিকিৎসকরা যন্ত্রের অভাবে রোগীর নাক বা কান থেকে ফরেন বডি যেমন তুলা, মুড়ি, পুথি বের করতে গিয়ে জটিলতায় পড়তেন। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মেশিন থাকলেও ছিল না নাক বা কান থেকে ফরেন বডি বের করার কোকোডাইল ফরসেপ যন্ত্র।
রোগী ও চিকিৎসকদের কথা চিন্তা করে মঙ্গলবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সোহাগ নিজ অর্থয়ানে কোকোডাইল ফরসেপ যন্ত্র প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইমরান হোসেন মালিথা বলেন, কোকোডাইল ফরসেপ ছাড়াও তিনি নিজ উদ্যোগে অপারেশন থিয়েটারে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল সামগ্রীর ব্যবস্থা করে আমাদের হাতে তুলে দিয়েছেন।