ঢাকা | মে ৯, ২০২৪ - ৮:০০ পূর্বাহ্ন

‘টিকটক গ্রুপের বিরোধে’ কিশোরকে ছুরিকাঘাত

  • আপডেট: Thursday, May 5, 2022 - 1:00 pm

অনলাইন ডেস্ক:  কুমিল্লায় সমবয়সী বন্ধুদের ছুরিকাঘাতে শুভ (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার আড়াইওড়া পালপাড়া ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শুভ আড়াইওড়া গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের একমাত্র ছেলে।

এলাকাবাসী বলছে, এলাকার ১০-১২ জন কিশোরের গ্রুপ টিকটক ভিডিও বানাত। ওই গ্রুপে নিহত শুভ ছিল। তাদের মধ্যে বিরোধ চলছিল বেশকদিন ধরে। সে কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকালে দুজন কিশোর শুভকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় স্বজনরা খবর পান শুভকে ছুরিকাঘাত করা হয়েছে। কয়েকজন কিশোর আশঙ্কাজনক অবস্থায় শুভকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এনে রেখে চলে যায়।

পরে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান।

জাকির হোসেন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলে অন্যায় করে থাকলে তারা আমাকে বলতো, তাকে কেন হত্যা করা হল?

ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সাথে কথা বলেছে। হত্যাকান্ডের মোটিফ যা-ই থাকুক না কেন ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।