ঢাকা | মে ৩, ২০২৪ - ৭:০০ অপরাহ্ন

এশিয়া সফর: জাপান-দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন বাইডেন

  • আপডেট: Thursday, April 28, 2022 - 1:00 pm

অনলাইন ডেস্ক: আগামী মে মাসেই প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ২০ থেকে ২৪ মে পর্যন্ত বাইডেন এ সফর করবেন। এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। এছাড়াও বাইডেন কোয়াডভুক্ত দেশ জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করবেন।

হোয়াই হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছে, ‘আমাদের সরকার, অর্থনীতি ও মানুষের সাথে সম্পর্ক গভীর করতেই এই সফর। এই সফর বাইডেন-হ্যারিস প্রশাসনের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ ও মুক্তকরণ প্রক্রিয়ার প্রতিশ্রুতি রক্ষার অগ্রগতি হবে।’

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং কোরিয়া ও জাপানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি জোরদার করার লক্ষ্যে এ সফর করছেন বাইডেন।

সূত্র: সিএনএন

সোনালী/জেআর