‘প্রেমঘটিত কারণে’ নিজের বুকে ছুরি মারলেন কলেজছাত্র
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক কলেজছাত্র নিজের বুকে নিজেই ছুরি মেরেছেন। তার নাম আবদুল আলীম (১৯)। তিনি রাজশাহীর শহীদ বুদ্ধজীবী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামে তার বাড়ি। বাবার নাম আয়েশ উদ্দিন।
আলীম রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে একটি ছাত্রাবাসে থাকেন। সেখানেই রোববার দিবাগত রাত ১২টার দিকে নিজের বুকের বাম পাশে ছুরি চালান। এতে তিনি আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেমঘটিত কারণে কলেজ শিক্ষার্থী আলীম তার বুকে ছুরি চালিয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে তার শারীরীক অবস্থা ভাল। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারপর স্বজনেরা তাকে গ্রামের বাড়ি নিয়ে গিয়েছেন।