ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:৩৬ অপরাহ্ন

মৃত ব্যক্তির মরদেহটি পরিবারকে দিতে চায় পুলিশ

  • আপডেট: Saturday, April 16, 2022 - 9:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মারা যাওয়া এক ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না। লোকটির বয়স প্রায় ৬০ বছর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা আছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। পরিচয় পেলে মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হবে।

অজ্ঞাত এই ব্যক্তি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) এর মাজার শরীফ এলাকায় থাকতেন। শুক্রবার বিকালে মাজার সংলগ্ন হোসনীগঞ্জ এলাকায় এক গাছতলায় অচেতন অবস্থায় দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ নিয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এএইচএম সিরাজুর রহমান জানান, মৃত ব্যক্তির পিঠের ডান দিকে পুরনো কাটা দাগ আছে। মুখে কাঁচাপাকা দাড়ি আছে। তার নাম-ঠিকানা জানা যাচ্ছে না। পরিচয় জানা গেলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে। কেউ তাকে চিনতে পারলে বোয়ালিয়া থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।