ঢাকা | মে ২০, ২০২৪ - ১:৪৩ পূর্বাহ্ন

বিনামূল্যে বই পেলেন ১৭ মেধাবী শিক্ষার্থী

  • আপডেট: Saturday, April 16, 2022 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিয়েছে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামে রাজশাহীর একটি বেসরকারি সংস্থা। শনিবার দুপুরে সংস্থার কার্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগরীর শাহ্ মখদুম কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এসএম রেজাউল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি রবিউদ্দিন আহমেদ শাহীন, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন, প্রভাষক রণজিৎ কুমার দাস, প্রভাষক মোহাম্মদ ফরহাদ হাসান প্রমুখ।

অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সমাজকল্যাণ সংস্থা জানায়, মেধাবী অনেক শিক্ষার্থীই উচ্চ মাধ্যমিক পর্যায়ে গিয়ে সব বই কিনতে পারে না। এতে তাদের পড়াশোনা ব্যহত হয়। এ কারণে প্রকৃতই যাদের বই দরকার সে সমস্ত শিক্ষার্থীদের খুঁজে তাদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।