ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ২:০২ পূর্বাহ্ন

বাগমারায় ক্ষুদ্র-নৃ গোষ্টির ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • আপডেট: Tuesday, April 12, 2022 - 8:54 pm

 

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ক্ষুদ্র নৃ-গোষ্টির ছাত্রীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান হাটগাঙ্গোপাড়া, চাঁন্দেরআড়া, চাঁইপাড়া, চাঁনপাড়া ও তাহেরপুর রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃ গোষ্ঠির ৫ জন ছাত্রীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা ও উপজেলা ক্ষুদ্র-নৃ গোষ্ঠির উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমরেশ কুমার উপস্থিত ছিলেন।