ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ৩:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • আপডেট: Monday, April 11, 2022 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আলাদা দুটি অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রাকও। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল রোববার দিবাগত রাতে এ অভিযান চালায়।

গ্রেপ্তার চারজন হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের রুবেল মিয়া (৩৩), সিলেট শহরের মোংলাবাজার এলাকার সেলিম মিয়া (৪৭), সিলেটের গোপালগঞ্জ থানার কিছমতমাইজভাগ এলাকার আব্দুল কাইয়ুম ওরফে পাতা মিয়া (২৫) এবং রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার মিলন হোসেন (২৬)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, রোববার সন্ধ্যায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া মিঠুর মোড়ে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মিলনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাত দেড়টার দিকে রাজশাহীর রাজপাড়া থানার সিটিহাট রোড সিলিন্দা এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে চালক-হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা হয় ট্রাক ও ট্রাকে থাকা ১০ কেজি গাঁজা। আরেফিন জুয়েল জানান, গ্রেপ্তার এ চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে।