ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Friday, April 1, 2022 - 9:37 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের আবদুল হাকিম (৩৬) ও মো. বাবু (৩৭)। রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেনাবেচার সময় দেড় কেজি গাঁজাসহ এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরএমপির শাহমখদুম থানায় একটি মামলাও করা হয়েছে।