ঢাকা | মে ৩, ২০২৪ - ২:৫১ পূর্বাহ্ন

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা উপলক্ষে পুলিশের নিষেধাজ্ঞা

  • আপডেট: Friday, April 1, 2022 - 9:40 pm

স্টাফ রিপোর্টার: আগামী সোমবার থেকে রাজশাহী মহানগরীর পাঁচটি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে।

এই পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে একসঙ্গে চারজনের বেশি মানুষের চলাচল নিষিদ্ধ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কেন্দ্র পাঁচটি হলো- রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ এবং নওহাটা মহিলা কলেজ। আগামী ৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরএমপি জানিয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ক্ষমতাবলে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দগুলোর চারদিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র বহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।