ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:৪৪ পূর্বাহ্ন

শুক্রবার রাজশাহীর সাত কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা

  • আপডেট: Wednesday, March 30, 2022 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার (১ এপ্রিল) রাজশাহী নগরীর সাতটি কেন্দ্রে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো- রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী সরকারী মহিলা কলেজ এবং রাজশাহী সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এসব পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য, অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

বুধবার রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা ভঙ্গ করা হলে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়।