ঢাকা | মে ৩, ২০২৪ - ১:২৮ অপরাহ্ন

যুদ্ধবিরতির লক্ষ্যে অনলাইনে আলোচনা করবে রাশিয়া-ইউক্রেন

  • আপডেট: Monday, March 21, 2022 - 1:06 pm

অনলাইন ডেস্ক:  যুদ্ধবিরতির লক্ষ্যে মস্কো ও কিয়েভ অনলাইনে আলোচনা করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।

রোববার তিনি এ কথা জানান। খবর আনাদোলুর।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো মাইখাইলোভিচ পডোলিয়াক বলেন, সোমবার অনলাইনে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলবে।

তিনি বলেন, সমঝোতায় পৌঁছাতে নিবিড় প্রচেষ্টা চালানো হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। অপরদিকে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেনীয়রা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউক্রেনের ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। যদিও সংখ্যাটি আরও বেশি হতে পারে। এ পর্যন্ত ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। আর ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।