ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

ভারতীয় আতশবাজি ও পটকাসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Sunday, March 20, 2022 - 7:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেশ কিছু পরিমাণ ভারতীয় আতশবাজি ও পটকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম গোলাম কবির ওরফে সুমেল (৪৫)। রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় তার বাড়ি।

রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শনিবার রাতে নগরীল সাহেববাজার জিরোপয়েন্টের জরিপট্টি থেকে তাকে গ্রেপ্তার করে।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তানসুর নামের এক ব্যক্তির দোকানঘর থেকে আতশবাজি ও পটকাসহ সুমেলকে গ্রেপ্তার করা হয়েছে। সুমেল জানিয়েছেন, তানসুর ও তিনি ভারত থেকে এসব পটকা ও আতশবাজি চোরাচালান করে এনেছেন। তাই তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।