ঢাকা | মে ১, ২০২৪ - ৭:১৭ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং

  • আপডেট: Sunday, March 20, 2022 - 1:39 pm

অনলাইন ডেস্ক: বাড়ির পাশের রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান লুৎফর রহমান নামে এক ব্যক্তি। গত মঙ্গলবার পাওয়া ওই ব্যাগ খুলে দেখেন বেশ বড় অঙ্কের টাকা। এরপর থেকে তিনি টাকার মালিককে খুঁজে চলেছেন।

গত শুক্র ও শনিবার দিনভর ওই ব্যাগের মালিকের খোঁজে মাইকিংও করেন লুৎফর রহমান। টাকার প্রকৃত মালিক খুঁজে বের করতে চেষ্টার জন্য প্রশংসিত হচ্ছেন ষাটোর্ধ্ব কৃষক লুৎফর রহমান। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামে।

লুৎফর রহমান বলেন, ‘বাড়ির পাশে রাস্তায় একটি ব্যাগ ও ব্যাগের ভেতরে থাকা টাকা পেলে কুড়িয়ে বাড়িতে নিয়ে রাখি। এরপর দুদিন রাস্তায় লক্ষ্য রাখলেও কেউ টাকার দাবি করতে আসেনি। পরে আমার ছেলেদের সঙ্গে পরামর্শ করে টাকার মালিকের খোঁজে মাইকিং করি। প্রকৃত মালিক নির্ধারিত টাকা এবং ব্যাগের রঙ বলতে পারলেই তার কাছে টাকা হস্তান্তর করা হবে।’

তিনি জানান, মালিককে খুঁজে না পাওয়া গেলে ওই টাকা তিন বছর গচ্ছিত থাকবে। এরপরও মালিক না পাওয়া গেলে সেটা দান করবেন তিনি।

বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। তিনি ভালো কাজ করছেন।’

বিষয়টি এলাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ প্রচার হচ্ছে।

সোনালী/জেআর