ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:৪৯ পূর্বাহ্ন

মান্দায় নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

  • আপডেট: Monday, March 14, 2022 - 8:44 pm

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি সনাতন ধর্মাবলম্বী এক কলেজছাত্রী (২২)। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাঁর সন্ধান মিলছে না। ঘটনায় নিখোঁজ কলেজ ছাত্রীর বাবা গত ৫ মার্চ মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করেন।

নিখোঁজ কলেজ ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে রাজশাহী মহানগরীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২ মার্চ সকালে প্রয়োজনীয় কেনাকাটার কথা বলে দেলুয়াবাড়ি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য সকল স্থানে খুঁজেও মেয়ের সন্ধান না পাওয়ায় গত ৫ মার্চ মান্দা থানায় মামলা করতে যান। পুলিশ এ ঘটনায় মামলা না নিয়ে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরি নথিভূক্ত করেন। এ অবস্থায় মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই তাঁকে উদ্ধার করা হবে।