ঢাকা | মে ২, ২০২৪ - ১০:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দেড় লক্ষাধিক মানুষ পাবে টিসিবির পণ্য

  • আপডেট: Monday, March 14, 2022 - 8:50 pm

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ১৩১ জন নিম্ন আয়ের মানুষের মাঝে আজ থেকে কম মূল্যে সোয়াবিন তেল, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করবে টিসিবি।

টিসিবির রাজশাহী বিভাগীয় উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, সারাদেশেই টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি শুরু হবে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও আজ থেকে এই কার্যক্রম শুরু হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, জেলায় আজ থেকে কম মূল্যে সোয়াবিন তেল, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করবে টিসিবি।

তিনি আরও বলেন, টিসিবির আওতা বাড়িয়ে জেলায় দেড় লক্ষের অধিক মানুষ এখন এই সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের মানুষদের সুবিধার জন্য এটা করা হচ্ছে। তাই টিসিবির পণ্যের বিক্রি সরবরাহে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম পেলে ডিলারশীপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।