ঢাকা | মে ১৯, ২০২৪ - ৪:৩৭ পূর্বাহ্ন

বর্তমান মজুদে অনায়াসে রোজার মাস পার, আশ্বাস মন্ত্রীর

  • আপডেট: Monday, March 14, 2022 - 7:25 pm

 

অনলাইন ডেস্ক: দেশে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মজুদ আছে তা দিয়ে অনায়াসে রোজার মাস পার করা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আশ্বস্ত করার পাশাপাশি মন্ত্রী আতঙ্কিত হয়ে বাড়িতে পণ্য মজুদ না করতেও সাধারণ ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন টিপু মুনশি। রোজার মাসে নিত্যপণ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন মন্ত্রী।

বিক্রেতারা সংকট তৈরি করে সয়াবিন তেলসহ কয়েকটি নিত্যপণ্যের বেশি দাম রাখছেন, সেই ক্ষেত্রে রোজার সময়ে পরিস্থিতি কেমন হবে সাংবাদিকরা প্রশ্ন রাখেন মন্ত্রীর কাছে।

টিপু মুনশি বলেন, ‘কেউ কেউ মজুদ করেছে। দেশে যথেষ্ট পরিমাণ পণ্যের মজুদ আছে। টিসিবি এক কোটি মানুষকে পণ্য দিতে তৈরি হয়েছে। পণ্যের দাম বাড়বে না সেই নিশ্চিয়তার চেয়েও বলতে পারি, ভ্যাট কমালে পণ্যের দাম কমতেও পারে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারের নির্ধারণ করে দেওয়া দাম নিশ্চিত করতে চাই। বাংলাদেশে রমজান এলে তারা (ব্যবসায়ী) সুযোগটা নেয়। অথচ বিদেশে পূজা-পার্বণে দাম কমে।’

বাণিজ্যমন্ত্রী জানান, ইউক্রেনে যুদ্ধপরিস্থিতির কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইউক্রেন ও রাশিয়া থেকে গম আসে। আবার সুইফট থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে।

ভ্যাট কমানোর পর পণ্যের মূল্যে প্রভাব কেমন পড়বে ঘোষণা করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দামের বিষয়ে এসআরও জারি হওয়ার পর বলা যাবে। আমরা যেটা নির্ধারণ করে দিলাম, সেই দামটা তাদের (ব্যবসায়ী) নিতে হবে। তারা চাইলে কমও নিতে পারে। কিন্তু বেশি নিলে আমরা ব্যবস্থা নেব এবং সেটা নেওয়া শুরু হয়েছে। ওই প্রাইস ধরে আমরা সব রকম অ্যাকশনে যাচ্ছি।’

বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজার নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা যেটা পারি টিসিবির মাধ্যমে সরবরাহ বাড়াতে, সেটাই আমরা করব।’