াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৫:০৭ পূর্বাহ্ন

লালপুরে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 10:32 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার লালপুর উপজেলার গোপালপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সয়াবিন তেলের পাচঁ ও দুই লিটার বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ওই ২ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন।

অভিযানে গোপালপুর বাজারের মেসার্স লক্সমী ভান্ডার ও অমল কুন্ডু স্টোরকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় লালপুর থানার এএস আই সেরাফত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য যে কোন পন্য নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত টাকা আদায় করলে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS