ঢাকা | মে ১৮, ২০২৪ - ১:১৩ অপরাহ্ন

ডিবি পুলিশ দেখে পালিয়ে গেলেন ভেজাল গুড় তৈরির কারিগররা

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশ দেখে ভেজাল গুড় তৈরির কারিগরেরা ভো-দৌড় দিয়ে পালিয়েছেন।

তাই পুলিশ কাউকে ধরতে পারেনি। তবে কারখানাটি থেকে বেশ কিছু ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের সদস্যরা চারঘাটের বাসুদেবপুর গ্রামে এ অভিযান চালান। জেলা ডিবি পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন গোপেশ প্রামানিক, নিষিত মন্ডল ও সনত মন্ডল ওরফে খেড়ুসহ ৭-৮ জন। তারা তারা চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরী করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যায়। তবে সেখান থেকে ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ নিয়ে গোপেশ প্রামানিক, নিষিত মন্ডল ও সনত মন্ডল ওরফে খেড়ুসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।