ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৯:৩৪ অপরাহ্ন

নগরীতে সিগারেট কোম্পানির কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট: Wednesday, March 2, 2022 - 4:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দেশীয় সিগারেট কোম্পানির কর্মচারীরা মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সিগারেট কারখানায় কর্মরত কর্মচারী ও শ্রমিকরা এই মানববন্ধন করেন।

তারা বাজেটে দেশীয় ব্যান্ডের তামাকজাত পণ্যের ওপর কর না বাড়ানোর দাবি জানান। কর্মসূচিতে ‘শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কারখানায় কর্মরত কর্মচারী ও শ্রমিকবৃন্দ’ নামের সংগঠনের আহ্বায়ক সাহিদুল ইসলাম ও সদস্য সচিব আবুল কালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য দেন।