ঢাকা | মে ৩, ২০২৪ - ৭:০৩ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু

  • আপডেট: Monday, February 28, 2022 - 7:06 am

অনলাইন ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজন মারা গেছেন। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন।

বর্তমানে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৫ জন, পাবনার ৩ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৪৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে রাজশাহী জেলার ৯৪টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।

সোনালী/জেআর