ঢাকা | মে ৮, ২০২৪ - ৯:১০ পূর্বাহ্ন

‘যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর নিষেধাজ্ঞার সঙ্গে ইরানি নারীরা লড়ছে’

  • আপডেট: Tuesday, March 15, 2022 - 4:55 pm

অনলাইন ডেস্ক: ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি বলেছেন, পুরুষের পাশাপাশি সফল ইরানি নারীরাও যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞায় সৃষ্ট উদ্ভুত চাপ মোকাবিলায় লড়াই করছেন।

সোমবার জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ৬৬ তম সেশনে এসব কথা বলেন তিনি। খবর ইরনার।

তিনি বলেন, নিষেধাজ্ঞায় সৃষ্ট সীমাবদ্ধতার মধ্যেও ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করে বৈশ্বিক করোনা মহামারি থেকে সফলভাবে উৎরাতে পারতো, বিশেষ করে ইরানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সহজলভ্যতায়।

তিনি জানান, মহামারিকালে প্রায় ১২ হাজার ইরানি গৃহিণীকে ভার্চ্যুয়াল বাজার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর ১৪ লাখের বেশি গৃহিণীকে সরকারি তরফ থেকে সাহায্য করা হয়েছে। এ ছাড়া তিনি ইরানে নারী উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন। যেগুলো নারীর সামাজিক দুরাবস্থা কমাতে এবং সামাজিক জরুরি সেবাদানকারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

সোনালী/জেআর