ঢাকা | এপ্রিল ২৬, ২০২৪ - ৭:১৯ পূর্বাহ্ন

ফের মৃত্যু নামল ১-এ, শনাক্ত ২৩৯

  • আপডেট: Monday, March 14, 2022 - 7:15 pm

 

অনলাইন ডেস্ক: দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৯ মার্চও একজনের মৃত্যু হয় করোনায়। তার আগে গত বছরের ২৯ ডিসেম্বর করোনায় একজনের মৃত্যু হয়। পরে ২৯ ডিসেম্বরের পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

এদিকে গত এক দিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৯ জন। এতে শনাক্তের হার নেমেছে ১.৭৫ শতাংশে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৩ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৩৯ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। মোট শনাক্তের হার ১৪.২৮ শতাংশ।

গত এক দিনে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনে গিয়ে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।