ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

  • আপডেট: Sunday, May 29, 2022 - 9:22 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বজ্রপাতে ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন। নিহত ছেলের নাম আফজাল হোসেন (৩০) ও আহত বাবার নাম আফসার আলী (৫০)। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুড়ি গ্রামের কৃষক আফসার আলী ছেলে আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ীর পার্শ্বে মুগাইপাড়া বাজার সংলগ্ন মাঠে পটল তুলছিলেন।

এ সময় ওই এলাকায় মুশলধারে বৃষ্টি শুরু হলে হঠাৎ করে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় এবং প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ছেলে আফজাল হোসেন মারা যান। বাবা আফসার আলীকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।