ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ১১:৩৩ পূর্বাহ্ন

‘ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া’

  • আপডেট: Sunday, May 29, 2022 - 8:15 pm

 

অনলাইন ডেস্ক: ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বিবিসির ‘সানডে মর্নিং’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্দ্রেই কেলিন বলেন, রাশিয়ার সামরিক নিয়ম অনুযায়ী, এ ধরনের অস্ত্র এ ধরনের লড়াইয়ে ব্যবহার করা হয় না। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ায় অত্যন্ত কঠোর বিধান রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিশেষ করে যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তখন এ ধরনের অস্ত্র ব্যবহার করা হতে পারে।

কেলিন বলেন, (ইউক্রেনে) বর্তমান অভিযানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আক্রমণের পরপরই যখন ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারির শেষদিকে তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন, তখন এটি ব্যাপকভাবে একটি ‘ওয়ার্নিং’ হিসেবে বিবেচিত হয়েছিল।

ইউক্রেনে তার বাহিনীর আগ্রাসন চালানোর ক্ষেত্র তৈরির জন্য পুতিন বরাবরই পশ্চিম ও ন্যাটোকে দায়ী করেন। পক্ষান্তরে এ আগ্রাসনের জন্য পুতিনকে দোষারোপ করে চলেছেন পশ্চিমা নেতারা।

কৌশলগত পারমাণবিক অস্ত্র হল সেগুলো যা তুলনামূলকভাবে স্বল্প দূরত্বে ব্যবহার করা যেতে পারে। এটা অনেক দূরত্বে চালানো হয় না, যা কার্যত সর্বাত্মক পারমাণবিক যুদ্ধের ভীতি ছড়িয়ে দেয়।

এ শব্দটি (কৌশলগত বা টেকটিক্যাল) এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ছোট বোমা এবং ক্ষেপণাস্ত্রসহ অনেক ধরণের অস্ত্র অন্তর্ভুক্ত করে। রাশিয়ার প্রায় ২ হাজার কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।

বিবিসির ক্লাইভ মাইরির সঙ্গে আলাপকালে রুশ রাষ্ট্রদূত ইউক্রেনে বেসামরিক লোকদের ওপর গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেন। একইসঙ্গে বুচা শহরে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগুলোকে ‘বানোয়াট’ বলেও বর্ণনা করেন।

রাশিয়া কেন এভাবে যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধাপরাধ করছে- এমন প্রশ্নের জবাবে কেলিন বলেন, ‘বুখার মেয়র তার প্রাথমিক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, রুশ সেনারা চলে গেছে, সবকিছু পরিষ্কার ও শান্ত, শহরটি স্বাভাবিক অবস্থায় রয়েছে।’

তিনি বলেন, ‘কিছুই হচ্ছে না, রাস্তায় কোনো লাশ নেই। কিন্তু পরে কী দেখা গেলো!’ তখন উপস্থাপক মাইরি তাকে প্রশ্ন করেন, ‘তাহলে এসব তৈরি, স্যার? এসব বানোয়াট?’ জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটা বানোয়াট। এটা করা হয়েছে আলোচনা স্থগিত করতে।’