ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ২:১৫ অপরাহ্ন

পিআইবির প্রশিক্ষণ পেলেন রাজশাহীর ৬৫ সাংবাদিক

  • আপডেট: Friday, May 27, 2022 - 9:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার ৬৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। মোবাইল সাংবাদিকতা এবং সিআরসি, সিডো ও মীনা বিষয়ে আলাদা দুটি ব্যাচে তাদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। রাজশাহীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়েছিল।

প্রশিক্ষণ শেষে শুক্রবার বিকালে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন পিআইবির এই কর্মশালা আয়োজনে সহায়তা করে। কর্মশালায় রাজশাহী মহানগর ছাড়াও জেলার ৯ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।