ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১৪ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের সক্ষমতা উন্নয়নে সেমিনার

  • আপডেট: Monday, May 23, 2022 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সোমবার নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে। ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম সরোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সনৎ কুমার দাস।

বিশেষ অতিথি অতিথি ছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. অলীউল আলম। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। সেমিনারে রাজশাহীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী, তাদের অভিভাবক এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।