ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:১০ অপরাহ্ন

রাজশাহীতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Monday, May 23, 2022 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তিনতলা ভবনের ওপর থেকে পড়ে আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। নিহত শ্রমিকের নাম মো. ওহেদুজ্জামান (৪০)। নগরীর চন্দ্রিমা থানার বুধপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম জয়নাল আবেদীন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একটি ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে আহত হয়েছিলেন ওহেদুজ্জামান। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনতলা ভবনের ওপরে সাটারিংয়ের কাজ করার সময় ওহেদুজ্জামান পড়ে গেলে তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহত শ্রমিক ওহেদুজ্জামানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তদন্ত করে তারা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।