ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ

  • আপডেট: Saturday, May 21, 2022 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবদুল জলিল ১৮৭ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৮১ জন ও রাজশাহী মহানগরীর ১২টি থানার ৮৪ জনকে ৪ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পাশাপাশি জেলার ২২ জন ইমাম ও মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা করে বিনাসুদে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়।