ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ৩:২৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় মরিসনের জোটের হার, সরকার গঠন করছে লেবাররা

  • আপডেট: Saturday, May 21, 2022 - 7:49 pm

 

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় আসন না পাওয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। বিবিসি এ খবর জানায়।

লিবারেল-ন্যাশনাল জোট পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হওয়ার পর লেবাররা পরবর্তী সরকার গঠন করবে- এটা অনেকটা পরিষ্কার। তবে এটি এখনও স্পষ্ট নয় যে, দলটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নেতৃত্বে থাকবে, নাকি স্বতন্ত্র এবং অন্যান্য দলের সাথে জোট গঠন করবে।

প্রায় এক দশকের মধ্যে প্রথম লেবার সরকারের তত্ত্বাবধানে দেশটির নতুন প্রধানমন্ত্রী হবেন অ্যান্থনি আলবানিজ। এতে ক্ষমতা থেকে অপসারিত হবেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বড় দুই দলের প্রতি জনগণের অসন্তোষের মধ্যে এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও বেশ ভালো করেছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জলবায়ু পরিবর্তন এ নির্বাচনে ভোটারদের জন্য দুটি মূল বিষয় হিসাবে প্রাধান্য পেয়েছে।