ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Friday, May 20, 2022 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বেশকিছু ভেজাল ফ্রুট সিরাপ ও যৌন উত্তেজক সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- হড়গ্রাম ব্যাংকপাড়া মহল্লার জিয়াউর রহমান জুয়েল (৪২) ও পাবনার সাঁথিয়া উপজেলার চরমাছখালী গ্রামের ওমর ফারুক (৩৩)। ওমর ফারুক নগরীর আলীগঞ্জ আকসানগর মহল্লার বাসিন্দা। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুজনের কাছ থেকে উদ্ধার করা ফ্রুট সিরাপগুলো ভেজাল। এ ছাড়া তাদের কাছে যে যৌন উত্তেজক সিরাপ পাওয়া গেছে তা-ও মানবদেহের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এদের গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা মো. বেলাল ও রাজ আহম্মেদ রনি নামের দুজনের কাছ থেকে এসব ভেজাল সিরাপ সংগ্রহ করে বিক্রি করতেন। এ নিয়ে চারজনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।