ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৩০ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

  • আপডেট: Friday, May 13, 2022 - 8:56 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

শুক্রবার বিকালে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর হরিপুর কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় অংশ নেন হরিপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ই-মমিন ইদুসহ মুসল্লীবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হরিপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।