ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:১৩ অপরাহ্ন

তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করায় জরিমানা

  • আপডেট: Thursday, May 12, 2022 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করায় দুটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় বৃহস্পতিবার এ অভিযান চালায়।

অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নগরীর ভদ্রা বউ বাজার এলাকার রাব্বি স্টোর বোতলজাত সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছিলেন। অন্য পণ্য না কিনলে তিনি সয়াবিন তেল বিক্রি করছিলেন না। তাই দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে নগরীর তালাইমারি এলাকার মেসার্স আব্দুল কাইয়ুম স্টোরেও বোতলজাত সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছিল। তাই এই দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।