ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪১ পূর্বাহ্ন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিতি সভা

  • আপডেট: Wednesday, May 11, 2022 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী ১ নম্বর বার ভবনে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরিচিত সভায় আরও বক্তব্য দেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ রেজাউল রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট শাহ্ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, এফ গ্রুপ আসনের প্রার্থী অ্যাডভোকেট একরামুল হক, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু প্রমুখ।