ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:২৯ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের কাছে হারল শেখ জামাল

  • আপডেট: Saturday, May 7, 2022 - 10:04 pm

 

স্টাফ রিপোর্টার: টিভিএস বিপিএল ফুটবলের ফিরতি লীগের উত্তোজনাপূর্ণ খেলায় শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশ ক্লাব। শনিবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

খেলার প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় পুলিশ ক্লাব। এর ফল হিসেবে তারা খেলার ৬২ মিনিটে গোল পায়। পুলিশ ক্লাবের বাবলু ডি বক্সে পায়ে বল পেলে তিনি পাঠিয়ে দেন জালে। অবশ্য এর কয়েক মিনিট আগে বাবলু একটি সহজ গোলের সুযোগ হাত ছাড়া করেন।

খেলার প্রথমার্ধে শেখ জামাল একজেটিয়া প্রধান্য বিস্তার করে। বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে শেখ জামাল। খেলার শেষ মূহুর্তে উভয় দলের খেলোয়াড়রা উত্তোজিত হয়ে পড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে রেফারী মিজানুর রহমান শক্ত হাতে খেলা পরিচালনা করে ৯০ মিনিট শেষে মাঠ ত্যাগ করেন।

এর আগে শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের প্রথম পর্বের খেলায় নিজেদের হোম গ্রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ পুলিশ ক্লাবের সাথে। ফিরতি লীগের খেলায় বাংলাদেশ পুলিশ ক্লাব তাদের হোম ভেন্যুতে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডিকে ১-০ গোলে পরাজিত করে ১৪ খেলা শেষে ১৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে।

আর শেখ জামাল দল ১৪ খেলা শেষ ২৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। রোববার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও উত্তরা বারিধারা ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।