ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:০৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 30, 2022 - 9:42 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা’র আয়োজনে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোতোষ চক্রবর্তীর সভাপতিতে¦ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য শ্রী কমল ত্রিবেদী, রহনপুর দেবত্তর আখড়া’র সেবায়েত মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য শ্রী প্রণব কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী মৃণাল কান্তি পাল, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রহনপুর পৌর শাখার সভাপতি শ্রী রঞ্জিত চক্রবর্তী, গোমস্তাপুর উপজেলা শাখা’র সহ-সভাপতি শ্রী গৌতম রায়, সহ সভাপতি কমল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বলাই চন্দ্র শীল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক অশোক কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু সরকার ও মিহির উপধ্যায়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী ডলার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক শ্রী সুমন সাহা। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র গীতা পাঠ মধ্যে দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে গঠনতন্ত্র অনুসারে একমত না হওয়ায় গোমস্তাপুর উপজেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি এবং পরে আহবায়ক কমিটির নাম ঘোষণা করা বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী সভায় ঘোষনা দেন।