ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:০৬ অপরাহ্ন

আরএমপি কমিশনারের ঈদ উপহার পেলেন প্রতিবন্ধীরা

  • আপডেট: Friday, April 29, 2022 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: দৃষ্টি ও শারীরীক প্রতিবন্ধীদের ঈদ উপহার দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার বিকেল ৫টায় আরএমপি পুলিশ লাইন্সে জাতীয় অন্ধ সংস্থা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৩০১ জন সদস্যের মাঝে উপহার বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরএমপি সব সময় মানুষের পাশে রয়েছে। ঈদ সামগ্রী বিতরণের সময় আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুদ্দিন শাহীন উপস্থিত ছিলেন।