ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

রাজশাহী কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 1, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কলেজ মাঠে দুই দিন ব্যাপী ‘৯ঃয ঝপরবহপব ঋবংঃরাধষ’ এর আয়োজন করা হয়। বিজ্ঞান মেলায় নগরীর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবন এবং আইডিয়া প্রদর্শন করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর বি এম আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, বিজ্ঞান মেলার আহ্বায়ক প্রফেসর আলাউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কলেজের ছাত্র- ছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এদিকে গতকাল শনিবার “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। নিউ গভঃ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি.এম আব্দুল হান্নান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর আছাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা” প্রবন্ধটি উপস্থাপন করেন এ কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাশেদ করিম।