ঢাকা | জানুয়ারী ৩১, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

নগরীতে মুসল্লিদের সাথে বিএনপি প্রার্থী মিনুর কুশল বিনিময় ও গণসংযোগ

  • আপডেট: Friday, January 30, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার দুপুরে পবিত্র জুম্মার নামাজ শেষে তিনি এ কুশল বিনিময় করেন।

এসময় মিজানুর রহমান মিনু উপস্থিত মুসল্লিদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি তার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। যাতে নির্বাচনি ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করে। উপস্থিত সকলের সাথেই তিনি কথাবার্তা বলেন ও খোঁজ নেন।

পরে তিনি ওই এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর  বিএনপির সাবেক সহ-সভাপতি হোসেন আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টু, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে রাজশাহী সদর আসনের বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ করলেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি। গতকাল শুক্রবার বিকেলে রেল সুইপার কলোনিতে গণসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিনসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।