ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

তানোরে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:39 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পষদ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীরা হিমশিম খাচ্ছেন, অথচ নতুন পে-স্কেল নিয়ে গড়িমসি করা হচ্ছে। এরই মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে অসংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐ্ক্য পরিষদের সাথে সমন্বয় করে তারা কর্মসূচি পালন করবেন। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বক্তারা আরও বলেন,নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ চলাকালে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবং এই নবম পে-স্কেলের দাবি শুধু সরকারি চাকরি জীবীদের নয় বরং এই দাবি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবিতে রুপান্তর হয়েছে।