ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে লেবার পার্টির প্রার্থীর মতবিনিময়

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:55 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনের বাংলাদেশ লেবার পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজবাউল ইসলাম।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মেজবাউল ইসলাম বলেন, “রাজশাহীবাসীর কল্যাণে কাজ করতে আমাদের একতাবদ্ধ হতে হবে, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সাংবাদিকদের কল্যাণে আমার নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে ভূমিকা রাখবো ’’।

মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নির্বাহী সদস্য ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।

মতবিনিময়কালে মেজবাউল ইসলাম রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য, সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।