ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

উন্নয়নের আশ্বাস দিয়ে জনগণের দোরগোড়ায় বিভিন্ন আসনের প্রার্থীরা

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:35 am

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর ৬টি আসনের পাশাপাশি আশেপাশের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা বেশ সরব অবস্থানে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিজয়ী হলে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ছুটছেন জনগণের দোরগোড়ায়। নানা যুক্তি ও বক্তব্য দিয়ে তারা জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই দিনরাত প্রচারণার কারণে রাজশাহী অঞ্চলের ভোটের মাঠ অনেকটাই জমে উঠেছে।

রাজশাহী-৩

রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীয় প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল সোমবার পবার দর্শনপাড়া এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান। পরে গতকাল বিকেলে তিনি নওহাটার ভুগরইল মোড়ে নির্বাচনি সমাবেশে যোগ দেন। সেখানে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা ও তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, পবা-মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ আজ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন। গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি প্রার্থীকে কাছে পেয়ে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তারা তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনও ব্যাপক গণসংযোগ ও প্রচার চালিয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে তিনি পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফি নেপাল পাড়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এর আগে পাকুরিয়া মাঠে নেমে কৃষকদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। পরে আফি নেপাল পাড়ায় এক নির্বাচনি সভায় বক্তব্য দেন তিনি। মিলন বলেন, জামায়াত নামে একটি দল রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করা যায় না। মানুষ বেহেশত না দোজখ পাবে, তা একমাত্র আল্লাহই জানেন। তাই তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই। দিনভর গণসংযোগে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতা-কর্মীদের দাবি, হুজুরিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিলনের প্রচারণায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজশাহী-৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের রাজনীতিতে স্পষ্ট পালাবদলের ইঙ্গিত মিলছে। বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে সম্প্রতি পরিচালিত গণসংযোগে স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, একসময় ভিন্ন রাজনৈতিক প্রভাব থাকলেও বর্তমানে ঝিকরা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার প্রতীক বরাদ্দের পর থেকেই নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল সোমবার ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজারসহ আশপাশের এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনি অবস্থান তুলে ধরেন তিনি। গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে ডা. আব্দুল বারীকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দলীয় বৈষম্য ও সেবা বঞ্চনার নানা অভিযোগ তুলে ধরেন। অনেক ভোটার প্রকাশ্যেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আগ্রহ ও সমর্থনের কথা জানান। ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সৎ নেতৃত্ব ও ইনসাফের রাজনীতির আহ্বান নতুন করে মানুষকে জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট করছে।

 

রাজশাহী-৬

আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক ভোটারদের সমর্থন ও দোয়া চেয়ে গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন পর এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী পাওয়ায় নারী ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক এলাকার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সাধারণ নারী ভোটারদের সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন। গতকাল সোমবার দিনব্যাপী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নাজমুল হক ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দেয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। তাই সবাই যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

 

চাঁপাইনবাবগঞ্জ-১ ও ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় রানিহাটি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী। জনসভাটি সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।