ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত গলা চেপে শূন্যে ঝুলিয়ে রাখার অভিযোগ

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:13 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধর ও গলা চেপে শূন্যে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাত সাড়ে ৯টায় জেলা শহরের নতুনহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম দেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নুরকে মারধরের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত। জামায়াতের পক্ষ থেকে সমাবেশে অভিযোগ করা হয়, রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় জামায়াতের একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিকে থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি আসছিল। গাড়িটি নির্বিঘ্নে পার করে দেয়ার জন্য মিছিল নিয়ন্ত্রণ করছিলেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আজিজুল হক নুর।

এসময় বিএনপি প্রার্থীর ছেলে রাফি গাড়ি থেকে নেমে আজিজুলের কলার ধরে মারধর করেন এবং তাকে প্রায় ২০ থেকে ২৫ সেকেন্ড গলা চেপে শূন্যে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। এসময় জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে আসলে চলে যান হারুন ও তার ছেলে। এ ব্যাপারে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ তার এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তাদের প্রচারণার গাড়ি পথরোধ কার অভিযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম জানান, এনিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।