পাবনায় অনুষ্ঠিত হলো নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
পাবনা প্রতিনিধি: নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পাবনায়। যার লক্ষ্য ছিল সাংবাদিকদের নির্বাচনের দায়িত্বশীলতার সাথে কভারেজ এবং ভোটগ্রহণের সময় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং নৈতিক ভিত্তি প্রদান করা।
গতকাল সোমবার সনদ প্রদানের মধ্যদিয়ে শেষ হয় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা। এর আগে গত রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবি) এর আয়োজন এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পাবনা ও নাটোর জেলার কর্মরত ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির রিসোর্স পার্সন সাংবাদিক জিয়াউর রহমান বক্তব্য রাখেন। আরো প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র জিলহহাজ উদ্দিন নিপুন, বাহারাম খান। সোমবার সমাপনী দিনে পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ প্রদান করেন।











