ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি প্রকৌশল অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:21 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ২০২৫ সালের ডিনস অ্যাওয়ার্ড গতকাল সোমবার প্রদান করা হয়।

এদিন বেলা ১১টায় জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের গ্যালারিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের এসব পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর বিমল কুমার প্রামানিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে গবেষণায় কৃতিত্বের জন্য অনুষদভুক্ত ৫টি বিভাগের ৮ জন শিক্ষককে ও ২ জন গবেষককে ডিনস অ্যাওয়ার্ড এবং উচ্চমানের গ্রন্থ রচনার জন্য ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ১ জন শিক্ষককে বিশেষ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এমএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ২৩ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ জন ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ জনকে এবং এম ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বের জন্য ১ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।