ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:19 am

স্টাফ রিপোর্টার: স্বল্প খরচে ও দ্রুত সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে পবায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় স্থাপিত এই কেন্দ্র গ্রামীণ ও শহরতলীর মানুষের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন ডিজিটাল সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেই লক্ষ্যে গতকাল সোমবার পবা উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় নবনির্মিত সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি একযোগে দেশের ১০০টি উপজেলায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি পর্যায়ক্রমে দেশের ৪৯০টি উপজেলায় এসব কেন্দ্র চালু করা হবে বলেও জানান। এরপর পবা উপজেলার সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।