রাবিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার নবীন শিক্ষকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর আবু রেজা কর্মশালায় সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইকিউএসি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণা পদ্ধতি ও এর নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও জ্ঞান সৃজন, একাডেমিক কারিকুলামে আধুনিকতা ও সৃজনশীলতা আনয়ন, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব (বায়াসনেস) পরিহার, উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ১৪টি বিভাগের ৫৭ জন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মনিমুল হক করেন। উল্লেখ্য, এর আগে আইকিউএসসি’র আয়োজনে ৬ অক্টোবর ২০২৫ তারিখে ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।











