ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

রাণীনগরে আকাশে ডানা মেললো পরিযায়ী পাখি

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:05 pm

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রানীনগরে প্রকাশ্যে দিবালোকে ফেরি করে পরিযায়ী পাখি বিক্রয়ের সময় হাতেনাতে একজনকে ধরে ফেলে স্থানীয় জনতা।

এসময় তার কাছে রাখা বস্তা থেকে সাতটি পরিযায়ী পাখি উদ্ধার করে।

জানা গেছে, উপজেলার রাজাপুর পাখি পল্লীর সামনে বুধবার সকাল সাড়ে নয়টায় একজন পাখি বিক্রেতা কয়েকটি পাখি ধরে বস্তায় করে বিক্রয়ের সময় স্থানীয় ভাটকৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের নজরে আসে।

তিনি ওই পাখিসহ বিক্রেতাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সাতটি পরিযায়ী পাখি উদ্ধার করে রাণীনগর পাখিপল্লীতে অবমুক্ত করেন। একই সাথে ওই পাখি বিক্রেতাকে অঙ্গীকারনামা নিয়ে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, মানুষের মতো পাখিরও বাঁচার অধিকার আছে। এই পাখিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সব সময় কাজ করে। শীতকালেই পাখিগুলো অল্প সময়ের জন্য এই এলাকায় আসে এদের সুরক্ষা দেয়া আমাদেরই দায়িত্ব। পাখি শিকার এবং বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এ সমস্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।